চাঁচল

চাঁচলে শুরু গৌড়বঙ্গ সাংস্কৃতিক মহোৎসব

 

মালদা জেলার পর এবার চাঁচলে শুরু হল গৌড়বঙ্গ সাংস্কৃতিক মহোৎসব। রবিবার দিন সকাল ১১ টা নাগাদ চাঁচল কলেজ রোডের একটি আবাসনে এই গৌড়বঙ্গ সংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়।

    এই অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁচলের ডান্স এন্ড কালচারাল সোসাইটির সদস্য সজল দাস ও মহুয়া মালাকার। এদিন প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ডান্স এন্ড কালচারাল সোসাইটির কর্ণধার শ্রী পান্নালাল দাস গুপ্ত জানান, পশ্চিমবঙ্গের ১৭টি জায়গায় এই অনুষ্ঠান শুরু হয়েছে। তেমন ভাবে চাঁচলে অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে শহর থেকে মফস্বল  বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের প্রতিভাকে তুলে আনা  এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সারাদিনের অনুষ্ঠানের মধ্যে থাকবে সংগীত, নৃত্য, অংকন, মেকআপ ও মডেলিং ইত্যাদি। এদিন এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।